১৫ বিজিবি কর্তৃক করতোয়া কুরিয়ার সার্ভিস এর কার্গো কাভার্ড ভ্যান সহ ৩ কোটি উনিশ লাখ টাকার অবৈধ মালা মাল আটক
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, বিবিসি নিউজ ২৪,রংপুর বিভাগীয় চীপ।
বিজিবি প্রতিষ্ঠাকরা হয়েছে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করার খাতিরে ।
এরই ধারাবাহিকতায় গত ১ত অক্টোবর তারিখ আনুমানিক ৮,৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ গংগারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে করতোয়া কুরিয়ার সার্ভিস এর একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী
মালামাল বহন করে ঢাকায় গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে গংগারহাট বিওপি হতে একটি বিশেষ টহল দল লালমনিরহাট বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ৯,১৫ ঘটিকায় উক্ত কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহল দল গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামায় টহল দল গাড়ীটির পিছু ধাওয়া করতে থাকে। পরবর্তীতে গাড়ীটি অদ্য ১৩ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১২টা ৪৫ ঘটিকায় তিস্তা টোল প্লাজায় পৌছায় তখন টহল দল উক্ত গাড়ীটি আটক করতে সক্ষম হয় এবং গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল পাওয়া যায়। পরবর্তীতে উক্ত কাভার্ড ভ্যান ব্যাটালিয়ন সদরে আনয়ন করতঃ কাভার্ড ভ্যানের মধ্য হতে নিম্নবর্ণিত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করে বিজিবি।আটককৃত মালামাল গুলো হচ্ছে
উন্নতমানের শাড়ী-১৪৬৬ পিস (২,১৯,৯০,০০০/-)।
প্যান্ট পিস-১০০০টি (১৫,০০,০০০/-)।
পাঞ্জাবী-১৪৭৯টি (৪৪,৩৭,০০০/-)।
কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬)-০১টি (৪০,০০,০০০/-)।
সর্বমোট সিজার মূল্য-৩,১৯,২৭,০০০/- (তিন কোটি ঊনিশ লক্ষ সাতাশ হাজার) টাকা
পরে আটককৃত ভারতীয় মালামাল গুলো কাষ্টম অফিসে জসা করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যটালিয়ন। বর্ডার গার্ড বিজিবি কে আরো কৌশলি হতে আহ্বান জানানো হয়।
সে সাথে মাদকে জিরো টলারেন্স করতে অনুরোধ করা হইলো।