হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাসী, নাশকতা, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই ) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা,বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ-জামান।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, শরিফ মোহাম্মদ তিতুমীর, হরিনাকুন্ডু থানা কর্মকর্তা,শরিফুল ইসলাম হাওলাদার , মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, শিউলী রানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার,হরিনাকুন্ডু উপজেলা শাখার জামায়াতের আমীর মোঃ বাবুল হোসেন,হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাসান মাস্টার, জামায়াতের উপজেলা সেক্রেটারি, মোঃ ইদ্রিস আলী, হরিণাকুন্ডু উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের আহবায়ক, মোঃ রফিকুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক বৃন্দ আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা,বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভায় সকলেই উপস্থিত ছিলেন।