হয়রানিমূলক মিথ্যা মামলার কবলে সাংবাদিক BBC news 24 রংপুর বিভাগীয় প্রধান
বাদশা আলমগীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলায় বিএনপি নেতা আফজাল হোসেন , একের পর এক সাংবাদিকদের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা করছেন তারা,
এই ধারাবাহিকতাকে বজায় রেখে গত বৃহস্পতিবার ২ জানুয়ারি
বিএনপি নেতা আফজাল বাদী হয়ে একটি মামলা করেণ, সে মামলায় ৬৯ জনের নাম দেওয়া হয় সে খানে ৩৫ নাম্বারে দেওয়া হয় লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর সাংগঠনিক সম্পাদক,জেলা প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বিবিসি নিউজ ২৪,রংপুর বিভাগীয় চীপ,
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নাম, যা অত্যান্ত নেককার জনক ঘটনা, বিগত ২০দিন আগে তাঁরা বাস এসটান , ট্রাক ষ্টান, দখল করেণ এতে দুই গুরুপ এর সংঘর্ষ তৈরি হয়, সে নিউজ না করার জন্য মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী কে হুমকি দেয় বি এন পি নেতা আফজাল, হুমকি কে পিছনে ফেলে নিউজ করায় তাকে মিথ্যা মামলায় ফাসায় তারা, এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী জানান এ সাংবাদিক নেতা, তিনি স সন্মানে তার নাম এ মামলা থেকে বাদ দেওয়ার যোর দাবী জানান লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিক বৃদ্ধ এ বিষয়ে মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালীর নাম বাদ দিয়ে পুর্ণরায় মামলা পরিচালিত করার অনুরোধ করেন। সাংবাদিক তার কর্ত্যবরত কাজে সর্বত্র যেতে পারে কিন্তু ভাংচুর লুটপাট করতে পারে না।