হযরত ঘোড়ে শাহ (রা:) এর ১১২ তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক( আসরাফুল)
‘এসো হে আশেকান’ শ্লোগানে প্রতিবছরের মতো এবারও ১০ই ফাল্গুনে ধন্য করি মনোপ্রাণ আল্লাহর রাসুলের গুণোগান’ উপলক্ষে নিরফামারীর সৈয়দপুর কুমার খালি সিপাহীগঞ্জ বাজার এলাকায় হযরত ঘোড়ে শাহ (রা:) এর ১১২ তম পবিত্র ওরস শরীফ গত (২৩ ফেব্রুয়ারী) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। ভক্ত মুরিদরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে এই স্থানে একই রকম আয়োজন করা হয়।
এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোক এসে ভীড় জমায়। প্রতিবছর এ অনুষ্ঠান শুরু হলেই বিভিন্ন দোকানীরা যার যার মতো করে দোকান মেলে বেচাকেনা শুরু করে। এখানে সব ধরনের লোকের সমাগম ঘটে।
কুরআন তেলওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল ও আল্লাহর রাসুলের নামে গুণগানের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সভাপতি মো. জুয়েল হোসেন সরদার, সাধারণ সম্পাদক এনামুল হক, মাহমুদ সুন্দরী, এমদাদ সাহা, আবুল প্রমুখ।
#

You may have missed