হত্যার তিন দিন পার হলেও নেই আসামি গ্রেফতার , একমাত্র সন্তান হারিয়ে পরিবারের সকলের বাকরুদ্ধ

বিশেষ প্রতিনিধি বিবিসি নিউজ ২৪ বিডি : খুলনার খালিশপুর থানাধীন বৈকালি ফকিরবাড়ি এলাকার তরুণ আশিকুল বাসার সাদ (২৪), পিতা খাইরুল বাসার বাবলু, গত ৯ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে প্রতিদিনের মতোই চা খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সাধারণত ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই তিনি ঘরে ফিরে আসেন। কিন্তু সেদিন আর ঘরে ফেরেনি সাদ।

ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সবাই সাদের খোঁজ শুরু করে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আশপাশের এলাকায় খোঁজ চালিয়েও কোথাও কোনো হদিস মেলেনি।

পরদিন, ১০ এপ্রিল সকাল দশটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অজ্ঞাত মরদেহের ছবি দেখে পরিবারের সন্দেহ হলে দ্রুত ছুটে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে—সেখানে গিয়েই শনাক্ত করেন, মৃতদেহটি তাঁদেরই প্রিয় সন্তান সাদ।

পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, রূপসা উপজেলার কুদির বটতলা এলাকার একটি প্রধান সড়কের পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে এক ভ্যানচালক রাত আনুমানিক দেড়টার দিকে সাদের মরদেহটি উদ্ধার করেন।

পরিবারের অভিভাবক সহ সকলেরই মন্তব্য, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁদের ভাষায়—“সাদ কখনো নিখোঁজ হন না, তাঁর কোনো শত্রুও ছিল না।” পরিবারের একমাত্র সন্তান হারিয়ে বাবা-মা প্রায় বাকরুদ্ধ ও পাগল, বোনেরা দিশেহারা। এই মর্মন্তুদ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া—এ পরিবারের ব্যাথা যেনো সইবার মতো নয় ।

সাদের বড় বোন, সাংবাদিক নাহিদা আক্তার লাকি—আন্তর্জাতিক সাংবাদিক এর আইনি প্রতিকার ফাউন্ডেশনের প্রচার সম্পাদক—ও বি বি সি নিউজ ২৪ বিডি এর বিশেষ প্রতিনিধি, তিনি উক্ত ঘটনার সাথে জড়িত সকল হত্যাকাীদের ধরতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক মহল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, মানবাধিকার কমিশন, জাতিসংঘ ও ইলেকট্রনিকস মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল গণমাধ্যমের সহায়তা কামনা করেছেন।

তিনি বলেন—“আমরা বিচার চাই। সাদ কারও শত্রু ছিল না। এভাবে একটি তরুণ প্রাণ ঝরে যাওয়া মেনে নেওয়া যায় না। বাসা সামনে থেকে অপহরন করে এই হত্যার নেপথ্যের অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আকুল আবেদন জানিয়েছেন ।”

অত্র এলাকার সকল প্রতিবেশীরাও জানান, সাদ ছিলেন অত্যান্ত ভদ্র, নম্র এবং সবার প্রিয়। তাঁর এমন মৃত্যু কখনোই মানতে পারছেন না কেউ। এ ব্যাপারে রুপসা থানায় একটি হত্যা মামলা হয়েছে দ্রুত তদন্তের কাজ চলছে ইতিমধ্যে অনেকগুলো প্রামান ও পেয়েছে খু আসামিদের গ্রেফতার এর সাড়াসি অভিযান চলছে অতি তাড়াতাড়িই আসামি আটক হবে বলে আশা করা যাচ্ছে।