স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ :জনমনে প্রশ্ন, “আওয়ামীলীগ কি নিষিদ্ধ হচ্ছে?”

আ স ম আবু তালেব, নিজস্ব প্রতিবেদক:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক সংগঠন একাত্বতা ঘোষণা করে আওয়ামী সরকারের পতন ঘটানোর পর নীরব থাকা সংগঠনগুলোও এখন সরব হয়ে ওঠেছে। বাংলাদেশের রাজনীতিতে এখন দ্বিমুখী লড়াই চলছে। আওয়ামীলীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র রাজনৈতিক সংগঠন এনসিপি’র সাথে একাত্বতা ঘোষণা করে রাজপথ কাঁপানো ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন যমুনা থেকে সরে শাহবাগে জুলাইর মঞ্চে বিক্ষোভে ফেটে পড়ছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে জানা যায়, আওয়ামী নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। যে কোন সময় আওয়ামীলীগ রাজনৈতিক সংগঠনটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতে পারে। উল্লেখ যে, রাজনৈতিক দলগুলোর আন্দোলনে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দ দেশ ত্যাগের পর রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর চব্বিশের আন্দোলনে বিএনপির সংপৃক্ততা ছিলনা বলে একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হতে নেতা – কর্মীদের আহ্বান জানিয়েছেন। অপরদিকে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন চব্বিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তা বাস্তবায়নে কাজ করছে। জনমনে প্রশ্ন জেগেছে, “আওয়ামীলীগ কি সত্যি নিষিদ্ধ হচ্ছে?