স্বোপার্জিতা হক তালুকদার অধরা স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত।

মো: লুৎফুর রহমান (হৃদয়), বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ

নবম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৪ এ স্বোপার্জিতা হক তালুকদার অধরা স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হওয়ায় কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল।

প্রাথমিক বাছাইয়ের পর্ব শেষে চূড়ান্ত ফলাফলে সে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার টিএসসি তে আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে কর্তৃপক্ষ।
স্বোপার্জিতা হক তালুকদার অধরা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদারের কন্যা। অত্যন্ত মেধাবী মা-বাবার একমাত্র আদরের কন্যা। সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে ক শাখায় অধ্যায়ন রত।

You may have missed