স্বামীর সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় স্ত্রী রুবিনা

প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় নিখোঁজ স্বামীর সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় স্ত্রী রুবিনা পারভীন। গত ১১নভেম্বর ২০২৪ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর তার কোন সন্ধান পাচ্ছেন না স্ত্রী। স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটিও বন্ধ রয়েছে।

এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেও করেছেন। যার নং ১৬৯৩। নিখোঁজ হওয়া স্বামী সিরাজুল ইসলাম কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল হক মল্লিকের পুত্র।

ভুক্তভোগী স্ত্রী রুবিনা পারভীন জানান, ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার তাদের শেষ সাক্ষাত হয়। সে সময় পরে বাড়িতে ফিরবে বলে চলে যাওয়ার পর ১২ নভেম্বর মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরপর থেকে স্বামী সিরাজুলের নাম্বারটি বন্ধ রয়েছে এবং তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। স্বামীর সন্ধান না পেয়ে হতাশাগ্রস্ত হয়েছেন অসহায় স্ত্রী রুবিনা পারভীন। তিনি স্বামীর সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তার সন্ধান পেলে স্ত্রীর রুবিনার ব্যহৃত নাম্বার ০১৭৩২৯০৪৩২০ যোগাযোগের অনুরোধ জানিয়েছেণ তিনি।

You may have missed