সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, নারীসহ ৫ অপহরণকারী গ্রেফতার 

সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, নারীসহ ৫ অপহরণকারী গ্রেফতার

সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, নারীসহ ৫ অপহরণকারী গ্রেফতার

সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, নারীসহ ৫ অপহরণকারী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে এক নারীসহ ৫ অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত সুন্দরবনের ১৪ জেলেকে উদ্ধার করেছে। খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন দাকোপ ও বাগেরহাট জেলার মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৫ অপহরকারী হচ্ছে, খুলনা জেলার দাকোপ উপজেলার সঞ্জয় বাইন (৩৪),  মো. গাউস (৩০), মঞ্জুআরা বেগম ময়না (৩৪),  মো. আল আমিন হাওলাদার (২৮) এবং বাগেরহাট জেলার রামপাল উপজেলার রবিউল হাওলাদার (৩৩)। এ সময় অপহরণকারীদের কাছ থেকে জেলেদের কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায়করা ৪০ হাজার টাকা উদ্ধারসহ অপহৃত ১৪ জেলেকে উদ্ধার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানির কমান্ডার লে. কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, গত ২৩ জুলাই গহীন সুন্দরবনের ভদ্রা নদীর টগিবগী খালের ওপর জেলেরা ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করার উদ্দেশে ওঁৎ পেতে থাকা দস্যুরা জেলেদের নৌকার কাছে এসে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নৌকায় তুলে নেয়। পরে গহীন সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে অপহরণকারীরা জেলেদের শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে তারা মোবাইল ফোনে জেলেদের পরিবারের সদস্যদের কাছে ফোন দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জেলেদের খুন করে লাশ গুম করবে বলেও তারা জেলেদের পরিবারকে হুমকি দেয়। জেলেদের মেরে ফেলার ভয়ে তাদের পরিবারের সদস্যরা ২ লাখ টাকা দিতে রাজি হয়। তখন অপহরণকারীরা অপহৃত জেলেদের পরিবারের কাছে একটি বিকাশ নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলে। জেলেদের পরিবারের লোকজন ঐ দিন বিকালেই বিভিন্ন আত্মীয়স্বজনদের নিকট থেকে ধারদেনা করে ৭০ হাজার টাকা মুক্তিপণ বাবদ ঐ বিকাশ নাম্বারে পাঠায়। পরে অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা ঘটনাটি র‌্যাব-৬ কে অবহিত করে।

লে. কমান্ডার এম সরোয়ার হুসাইন আরো জানান, ঘটনাটি জানার পর র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অপহৃত জেলেদের উদ্ধার ও অপহরণকারীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাসহ উক্ত অপহরণকারীদের গ্রেফতার এবং অপহৃত ১৪ জেলেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে