সুনামগঞ্জে’ র বৈষম্য বিরোধী সমন্বয়ক’দের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫
(সুমন আহমদ) দোয়ারা বাজার সুনামগঞ্জ
সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের মধ্যে কমিটিতে স্থান পাওয়া আহ্বায়ক (ইমনদ্দোজা) গ্রুপ এবং কমিটিতে স্থান না পাওয়া (ইয়াকুব) গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জে’র জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্রদের নব গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। কমিটিতে স্থান না পেয়ে অপর পক্ষের উপর হামলা,
জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হন। ঐ মুহুর্তে কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখ জনক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহবায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনোও অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নিবও৷ যাতে করে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।
নিশ্চিত করেন বলেন :-
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে,