সীতাকুণ্ডে প্রথম বারের মতো জাতীয় রক্তদাতা দিবস-২০২৪ই পালিত হয়েছে
মো: ওমর ফারুক রকি
চট্টগ্রাম (প্রতিনিধি)
”এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন/চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন”।এই স্লোগানকে প্রতিপাদ্য করে এই প্রথম বারের মতো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাতীয় রক্ত দাতা দিবস-২০২৪ই পালিত হয়েছে।
আজ শনিবার(২রা নভেম্বর) সকাল ৯টা থেকে সীতাকুণ্ড সিকিউর সিটি সামনে সীতাকুণ্ড উপজেলার সকল রক্ত দাতা জমায়েত হয়।সকাল ১০টার সময় একটি র্যালি সীতাকুণ্ড পৌরসদর থেকে শুরু করে, উপজেলা প্রদক্ষিণ করে ও শেষে সীতাকুণ্ড সিকিউর সিটির সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন এর সভাপতি মো. রনি খাঁন, সীতাকুণ্ড ব্লাড গ্রুপ সোসাইটির এডমিন মো.আক্তার হোসেন এলিট,যুব ব্লাড ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন, জাগ্রত তরুণ ঐক্য ফাউন্ডেশন এর পরিচালক শাহাদাত সালেহীন,আদর্শ ছাত্র যুব
সমাজ এর সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম,বাড়বকুণ্ড ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মো:সাদ্দাম হোসেন, বগাচতল ব্লাড ব্যাংকের পক্ষে মো:রিফাত হোসেন,রক্তদাতা মো: আনোয়ার হোসেনসহ সীতাকুণ্ড উপজেলার অসংখ্য রক্তদাতা এই সময় উপস্থিত ছিলেন।
জাতীয় রক্তদাতা দিবসে আসা রক্তদারা জানান, সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে রক্ত দানের মাধ্যমে অসহায় মানুষকে বাঁচাতে সীতাকুণ্ড উপজেলার অসংখ্য রক্তদাতা কাজ করে যাচ্ছে।এই ধরনের কাজ সবসময় চলমান থাকবে বলে ও জানান রক্তদাতারা।