সীতাকুণ্ডে দুর্গাপূজা উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ
মো:ওমর ফারুক রকি
প্রতিনিধি(চট্টগ্রাম)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন স্বর্গীয় বাবু সুনীল কৃষ্ণ রায় এর পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এ দক্ষিণ মছজিদ্দা সাবর্জনীন দূর্গা মন্দিরে এই বস্তু বিতরণ করেন।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার কুমিরা ইউনিয়ন এ অবস্থিত দক্ষিণ মছজিদ্দা সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত নারী পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী যুক্ত বাবু শক্তি পদ রায় টিটু এবং সভাপতিত্ব করেন মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী যুক্ত বাবু রমণী রঞ্জন সাহা।বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, দূর্গা পূজায় ধনী গরিবের বৈষম্য দূর করা ও পূর্জার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আমাদের এই উদ্যোগ। বস্ত্র বিতরণ কালে নারী- পুরুষ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পূজা এলে সামর্থের মধ্যে শুধুমাত্র পরিবারের ছোট ছেলেমেয়েদের জন্য নতুন কাপড় কিনে দেই। কিন্তু আমাদের কেনা হয় না অভাব অনটনের জন্য। আজ এখানে এসে আমরাও নতুন কাপড় পেলাম।
শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে দক্ষিণ মছজিদ্দা সাবর্জনীন পূজা মন্দিরে বস্ত্র দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাঁচ শতাধিক গরীব দুঃখী মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি দান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আফছার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্গীয় বাবু সুনীল কৃষ্ণ রায় এর সুযোগ্য পুত্র সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী শ্রী যুক্ত বাবু অনুক কুমার রায়। এতে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ মছজিদ্দা সাবর্জনীন দূর্গা মন্দির পূজা উদযাপন কমিটির, সভাপতি কৃষানু ভৌমিক মৃদুল, সাধারণ সম্পাদক শ্রী যুক্ত বাবু দীপক গুহ,অর্থ সম্পাদক শ্রী যুক্ত বাবু তপন দাশসহ, অসংখ্য গুণগ্রাহী।
উপজেলার কুমিরা এলাকায় পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত নারী পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে জানিয়ে অনুক কুমার রায় বলেন, পূজাতে আমরা যার যার সাধ্যমতো নতুন কাপড় পড়ে পূজার আনন্দ উদযাপন করি। কিন্তু আমাদের চারপাশে অনেক সুবিধা বঞ্চিত মানুষজন আছেন, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কয়েকজন মানুষদের খুঁজে বের করে নতুন কাপড় দেওয়ার ক্ষুদ্র চেষ্টা করেছি।