সীতাকুণ্ডে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

মো.ওমর ফারুক রকি
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
সোমবার (৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের গুল আহমদ জুট মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ২ জন আহত হয়েছেন। নিহতের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।
বার আউলিয়া হাইওয়ে থানা সূত্র জানায়, একটি মোটরসাইকেল মহাসড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হওয়ার সময় ঢাকা মুখী অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোঃ নাজমুল হুদাকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কাঞ্চনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হলেও তার স্ত্রী মুক্তা দেবী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বার আউলিয়ালি হাইওয়ে থানার ইন্সপেক্টর (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।