সীতাকুণ্ডে জয় বাংলা স্লোগান দিয়ে গুলি ছুড়ে পালাল কারা
মো. ওমর ফারুক রকি
চট্টগ্রাম প্রতিনিধি
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছিল কিছু মানুষ। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে চলন্ত অটোরিকশায় থাকা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি চলন্ত অটোরিকশায় কিছু লোক জয় বাংলা স্লোগান দিয়ে বাড়বকুণ্ড বাজার থেকে ঢাকামুখী যাচ্ছিল। এ সময় স্থানীয়রা অটোরিকশাগুলোকে ধাওয়া দিলে সেগুলোতে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাদের দিকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধরার চেষ্টা করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ধারণা, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় নাশকতার উদ্দেশ্যে এসেছিল। কিন্তু স্থানীয়রা ধাওয়া দিলে তারা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই ওমরা খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরিদর্শন শেষে এসআই ওমরা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছে শুনেছি চলন্ত অটোরিকশা থেকে গুলি ছুড়ে পালিয়ে গেছে কিছু লোক। এ সময় একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, অটোরিকশায় করে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে এলাকায় এসেছিল। এ নিয়ে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, তেমন কিছু না, মনে হয় আতশবাজি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।