সিরাজ গঞ্জ তাড়াশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-
(তাড়াশ সিরাজ গঞ্জ)
সিরাজ গঞ্জ তাড়াশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২দিন ব্যাপি ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা সদর ইউনিয়ন ৯ং ওয়ার্ড
চক জয় কৃষ্ণপুর বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২এপ্রিল রোজ বুধবার
কাদের মন্ডলের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তপন গোস্বামী -সাবেক আহ্বায়ক তাড়াশ পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল বারেক খন্দকার -সাবেক সদস্য সচিব তাড়াশ পৌর বিএনপি,আবুল হোসেন প্রামানিক সাবেক –যুগ্ন আহ্বায়ক তাড়াশ পৌর বিএনপি,
সাইফুল খন্দকার– সাবেক যুগ্ন আহ্বায়ক তারাশ পৌর বিএনপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইদুর রহমান -প্রধান শিক্ষক,ভায়াট।
ফরহাদ হোসেন -শিক্ষক তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়।
মির্জা বিপ্লব- সাবেক ছাত্রনেতা
এরশাদ প্রামানিক যুবদল নেতা,আমিনুর রহমান (আমিন) যুবদল নেতা,
শাহীন বাবু আহ্বায়ক ৫ নং নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
এছাড়া বাংলাদেশ জাতীয় দল তাড়াশ উপজেলা শাখা প্রতিটা ইউনিয়ন থেকে আগত (বিএনপি) ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন,
অতীতে জাতীয় সংসদ নির্বাচন দেখেছেন, সেই নির্বাচনে আপনাকে ভোটকেন্দ্রে যেতে হয় নাই।
কয়েক লক্ষ লোক নাকি ভোট দিয়েছিল, শুধু কি তাই এখানে আমার মঞ্চে যারা বসে আছেন, মঞ্চের সামনে যারা বসে আছেন, বিএনপি করার অপরাধে, জিয়ার সৈনিক হওয়ার অপরাধে, কেউ বাড়িতে থাকতে পারেন নাই। আমি এই এলাকার জিয়ার সৈনিক ভাইদের কে বলব, স্বৈরাচারী দোসরদের থেকে সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন।আমরা এই মঞ্চ থেকে বলে যেতে চাই বিএনপি’র কোন নেতাকর্মী যদি স্বৈরাচারী দোসরদের সাথে যাতায়াত করে আমরা যদি তা প্রমাণ পাই দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে বিষয় কোন আপোষ করা হবে না কথাটা মনে রাখবেন।