সিরাজ গঞ্জ তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ

এস,এম,রুহুল তাড়াশী,
সিরিজ গন্জ জেলা প্রিনিধি:-
সিরাজগঞ্জের তাড়াশে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে উন্নত জাতের ক্রসব্রীড বকনা গরু বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৯০ জন সুফলভোগীর মাঝে ওই গরু বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ প্রমূখ।
উপজেলার সরাপপুর গ্রামের সুফলভোগী মতিলাল সিং বলেন, আমি অত্যন্ত দরিদ্র মানুষ। প্রাণীসম্পদ দপ্তর থেকে বিনামূল্যে পাওয়া গরুটি আমার বড় প্রাপ্তি। এটি লালন-পালন করে আমার আর্থিক অবস্থা বদলাতে চাই। দেওঘর গ্রামের সুফলভোগী শ্রীমতি কাজলী রানী উড়াঁও বলেন, আমি হতদরিদ্র পরিবারের একজন সদস্য। আমি বিশ্বাস করি বকনা গরুটি লালন-পালন করে এর সংখ্যা বৃদ্ধি মাধ্যমে আমার সাংসারের অভাব দুর করতে পারবো।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে বিতরণকৃত গরু গুলোর খাদ্য, চিকিৎসা ও প্রতিপালনের ব্যাপারে সব ধরণের সহযোগীতা প্রদান করা হবে।