সিরাজগঞ্জ তাড়াশে পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-
সিরাজগঞ্জ তাড়াশে পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩নং সগুনা ইউনিয়ন শাখা ও সকল সহযোগী অঙ্গসংগঠনের
উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
দুপুর পর থেকেই তাড়াশ উপজেলা ধামাইচ বাজারে ৩নং সগুনা ইউনিয়নের সকল ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা সমেবেত হতে থাকে। ইফতারের আগ মূহুর্ত্বে ধামাইচ বাজার চত্বর নেতা-কর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে।
২৯মার্চ রোজ শনিবার
ধামাইচ বাজর চত্বরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপত্বিত করেন সাইফুল ইসলাম (দুদু)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জয়নুল আবেদীন( মাহাবুব) সাবেক সহ-সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি,
খন্দকার সাইফুল ইসলাম,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাড়াশ পৌর বিএনপি,
সাইদুর রহমান সবেক সদস্য তাড়াশ উপজেলা বিএনপি,
ফরহাদ হোসেন সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখা,
সোহেল রানা (তানহা) সাবেক ছাএনেতা ঢাকা কলেজ,
রিপন তালুকদার পৌর যুবদলের নেতাতাড়াশ,এরশাদ প্রামানিক পৌর যুবদলের নেতা তাড়াশ,আমিন যুবদল নেতা, এম বকুল, সদস্য সচিব ৩নং সগুনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল,
এছাড়া বাংলাদেশ জাতীয় দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যেন আমাদের মাঝে অতি তাড়াতাড়ি ফিরে আসেন। মহান রাব্বুল আলামিনের দরবারে এই কামনাই করি। তিনি আরও বলেন,
আমি জানি এই চর অঞ্চল প্রচুর অধ্যুষিত বিএনপি এলাকা,
প্রচুর বিএনপির লোক ছিল। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের অত্যাচার দুঃশাসনে অনেকে গা ঢাকা দিয়ে থেকেছেন,অনেকে আন্দোলন সংগ্রাম করেছেন। আমি জেলখানায় গিয়ে গত বছর দেখেছি এই এলাকায় অনেক নেতাই জেল খেটেছে। তাই আগামী তাড়াশ উপজেলা বিএনপি কাউন্সিলে ত্যাগীদের মূল্যায়ন করা হবে কোন পকেট কমিটি হতে দেব না ইনশাল্লাহ।