সিরাজগঞ্জ তাড়াশে একাই চার পদে ইউএনও

এস.এম.রুহুল তাড়াশী,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা একাই পালন করছেন গুরুত্বপূর্ণ চার পদের দায়িত্ব।
জানা গেছে, ৫ আগষ্ট সরকার পতনের পর উপজেলা চেয়ারম্যানদের অপসরণ করা হয়। পরে উপজেলা প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেন ইউএনও সুইচিং মং মারমা। দুই দায়িত্বই তিনি নিষ্ঠার সাথে পালন করছিলেন। এ দিকে পৌর মেয়রকে অপসরণ করা হলে পৌর প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান। তিনিও নিষ্ঠার সাথে দুই দায়িত্বই সামলে নিচ্ছিলেন।

কিন্তু গত ২৮ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান ভুমি মন্ত্রনালয়ের অধিনে দেড় মাসের সার্ভে এন্ড সেটেলম্যান প্রশিক্ষণে যান। ফলে ওই দুই দপ্তরের দায়িত্বও গিয়ে পড়ে ইউএনও সুইচিং মং মারমার কাঁদে। এতে করে গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের দায়িত্ব একাই সামলাতে হচ্ছে তাড়াশের ইউএনও-কে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেবা নিতে আসা পৌর সদরের মাবিয়া খাতুন মিম, সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামের তানিয়া খাতুন, তাড়াশ সদন ইউনিয়নের শফিকুল ইসলামসহ একাধিক সেবা প্রত্যাশী জানান, ইউএনও একাধিক পদে দায়িত্ব পালন করলেও আমাদের সেবা পেতে কোন অসুবিধা হচ্ছে না।

এ প্রসঙ্গে ইউএনও সুইচিং মং মারমা বলেন, নিয়মাতান্ত্রিক ভাবেই গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের দায়িত্ব পড়েছে আমার উপর। প্রতিটি দপ্তরের দায়িত্বই সুষ্ঠু ভাবে পরিচালনার চেষ্টা করছি। যদিও আমার জন্য এটা অনেক বড় চাপ। তারপরও সরকারী বিধান পালন করতে হচ্ছে। প্রশিক্ষণ শেষ করে সহকারী কমিশনার (ভুমি) যোগদান করলে তখন দায়িত্ব কিছুটা কমে যাবে।