সড়ক সংস্কার দাবিতে আওয়ামী লীগ ও বিএনপি’র তরুন নেতাদের সংবাদ সম্মেলন

মো : আ‌মিরুল ইসলাম বাবু, খুলনা :
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের সড়ক সংস্কারে একযোগে দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি’র দুই তরুন নেতা। নেতৃবৃন্দরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রূপসা উপজেলার সাধারণ সম্পাদক শারমিন আক্তার আখি ও খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল হাসান। বৃহস্পতিবার সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনা অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের বদর উদ্দিন সড়ক একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। প্রায় আধা কিলোমিটার সড়কটি পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও ঈদগাহ। প্রতিদিন গ্রামটির কয়েকহাজার অধিবাসী তাদের নানা প্রয়োজনে এ গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে চলাচলা করে। বিভিন্ন কাজে গ্রামবাসী সড়কটির মাধ্যমে গ্রামের বাহিরে বিভিন্ন রূপসা উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু সড়কটি স্থায়ীভাবে ইটের সলিং দ্বারা সংস্কার না হওয়ার ফলে গ্রামবাসীদের নিদারুন কষ্ট ভোগ করতে হচ্ছে।
তাই অতি দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনের আয়োজক দুই তরুন রাজনীতিবিদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামের ১৪ বাচের ফেলো। ইউএসএআইডি এর অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবত “স্ট্রেনদেনিং পলিটিকাল ল্যান্ড স্কেপ ইন বাংলাদেশ” নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ফেলোশিপের অংশ হিসেবে বহুদলীয় উদ্যোগে আডভোকেসি কার্যক্রমের অংশ হিসেবে আয়োজকরা জেলার সড়ক সংস্কারের বিষয়ে যে উদ্যোগ নিয়েছেন তা উপস্থিত সকলকে জানান। তারা জানান, সংবাদ সম্মেলনের আগে তারা পরিকল্পিত সড়ক সংস্কার বাস্তবায়নে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন। সেই সাথে গত ২০ জুন স্থাণীয় ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজান বরাবর বদরউদ্দিন সড়কের সংস্কার ও তা স্থায়ীভাবে সমাধানের দাবীতে স্মারকলিপি প্রদান করেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সড়কটির সংস্কারের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
সংবাদ সম্মেলনে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, খুলনা জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. তসলিমা খাতুন ছন্দা ও সহ-সভাপতি শাহনাজ ইসলাম উপস্থিত ছিলেন