শৈলকূপার শেখপাড়া ডিএম কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া মদনডাঙ্গা এলাকায় দুঃখী মাহমুদ (ডিএম) কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে।
সোমবার সকালে কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে ঘন্টাব্যাপী ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া মদনডাঙ্গা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী ঝিনাইদহ-কুষ্টিয়া জেলা শহরের সাথে যানচলাচল বন্ধ হয়ে যায়। এরি ফলে ভোগান্তীতে পড়ে উভয় পাশের চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপড় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা অবরোধ চলাকালে, ‘অবৈধ স্থাপনা মানি না মানব না’, এবং ‘কলেজ মাঠের স্থাপনা মানি না মানব না’, ও ‘কলেজ মাঠের স্থাপনা অপসারণ করো করতে হবে’, সহ তখন তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে দুপুরের দিকে যৌক্তিক সমাধানের প্রতিশ্রুতিতে মহাসড়কের অবরোধ তুলে নেই তারা । পরে শৈলকূপা পুলিশের আশুহস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে স্থাপনা না সরালে আবারও মহাসড়কে নামবে এবং মহাসড়ক অবরোধ করবে বলেও জানান।
জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজ মাঠের ২৭ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। কয়েকদিন আগে জমির প্রকৃত মালিক কলেজ মাঠে স্থাপনা নির্মাণ করার প্রতিবাদেই এ ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে কলেজের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে। ঠিক তেমনি আমরা কোন প্রকার খেলাধুলাও করতে পারছি না। কলেজ মাঠে স্থাপনা নির্মাণ আমরা কখনও মানব না। আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। তা না হলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো।
শেখপাড়া মদনডাঙ্গা দুঃখী মাহমুদ (ডিএম) কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুর রহমান বলেন, আমাদের কলেজের জমিটি এওয়াজ করা। তবে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এরি ফলে কলেজের সৌন্দর্য নষ্ট হয়েছে।  তাই এ বিষয়টি শিক্ষার্থীরা মেনে নিতে না পেড়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। তবে আমি আশা করি দ্রুতই এর একটা সুষ্ঠো সমাধান হবে।