শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলা, বাড়ী ঘরে লুট -আহত-৪

মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার চরবাবনা কান্দাপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের বাড়ী ঘরে হামলা, ঘরে থাকা বিভিন্ন মালামা লোট ও প্রতিপক্ষের আঘাতের কারণে ৪ জন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ১৫ আগস্ট বৃহস্পতিবার শেরপুর সদরের চরবাবনা কান্দারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় চরবাবনা কান্দাপাড়ার এলাকার বাসিন্দা মৃতঃ অহেজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাসহ তার পরিবারের আরও ৩ জন গুরুত্বর ভাবে আহত হয়। এই ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের করেন ভোক্তভোগী পরিবার। মামলায় মোঃ সিরাজ, মোঃ ডালিম, মোঃ হালিম, মোঃ মোফাজ্জল, সোলাইমান, সর্বপিতা মৃতঃ সুরুজ আলী, মোঃ জামিদুল, সাইফুল, বিল্লাল, উমেদ আলী, সর্বপিতা মোঃ মবেল উদ্দিনসহ চরবাবনা কান্দারপাড়া গ্রামের ৪০ জনকে আসামী করে শেরপুর সদর থানায় মামলা করা হয়। মামলা সূত্রে জানা গেছে ৪০ জনের একটি দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিকুলের বসত বাড়িতে হামলা চালায়। এসময় আসামীরা তার বাড়িঘর ভাংচুর, ঘরে থাকা হিরো স্পেøন্ডার মোটরসাইকেল, ২টি ওয়ালটন ফ্রিজ, ৪২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি,, চারটি এন্ড্রয়েড মোবাইল সেট, ব্যবসায়ী কাজের জন্য রাখা ২ লাখ নগদ অর্থ, ৩ ভরি স্বর্ণালংকার, মুদির দোকানের বিভিন্ন মালামাল লোট করে নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এসময় আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীগণ আমাদের মৃত্যুর হুমকি দিয়ে ঘটনাস্থল হতে পলায়ন করে। আসামীদের হামলায় মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর আঘাত প্রাপ্ত হওয়ায় স্থানীয়রা আমাদের দ্রæত অটোরিক্সা যোগে শেরপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করান। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন হাসপাতালে চিকিৎসাধিন থাকায় তাদের পক্ষে মোঃ সোয়ায়েব বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। জমি সংক্রান্ত ঘটনায় এর আগেও শেরপুর সদর থানায় আসামীদের বিরোদ্ধে মামলা করেছিলেন বলেন জানান ভোক্তভোগী পরিবার।