শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সিলিন্ডার থেকে আগুনঃ আহত ১
শামছুন্নাহার পারভীন প্রিয়া
নেএকোনা স্পেশাল প্রতিনিধি
সোমবার(৯ জানুয়ারী) সকাল ৭ঃ৪৫ নাগাদ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে বিদ্যুতের সার্কিটের সাথে আগুন ধরে যায়। নেত্রকোণা জেলা সদরের মালনী রোডের মোড়স্থ শেহাবির অস্থায়ী ছাত্রী হলে এ ঘটনা ঘটে।
এসময় সিলিন্ডারের থাকা শেহাবি’র বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী শরীফা আক্তার আহত হয়।
পরে তার ডাকচিৎকারে অন্যান্য ছাত্রীরা ছুটে আসে। আরেক শিক্ষার্থী জানান, ❝আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি দাউ দাউ করে আগুন ছড়িয়ে যাচ্ছে। ভয়াবহতা দেখে আমি পাশের ফ্ল্যাটের শিক্ষার্থীদের দরজায় জোরে নক করে জানাইছি। এরপর আমার রুম মেটদের নিয়ে নিচে নেমে গেছি। তারপর হল সুপার কে ফোন করেছি, নিচে দাড়াইয়া জোরে চিল্লায়ে সবাইকে নিচে নামতে বলেছি। এরপর সবাই দ্রুত নিচে নেমে আসছে। এর মাঝে আবার ত্রিপল নাইনে ফোন করেছি। এছাড়াও আমাদের দুজন শিক্ষার্থী দৌড়ে ফায়ার সার্ভিসের অফিসে চলে গিয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস অতিদ্রুত চলে এসেছিল। যার ফলে আগুন ছড়াতে পারেনি৷ এরপর রেজিস্ট্রার, হোস্টেলের দায়িত্বে থাকা হল সুপার অন্যান্য কর্মকর্তা গণ হল পরিদর্শন করে গেছে❞
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এনামুল হক আরাফাত জানান, রান্নার করার সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তবে এঘটনায় তেমনভাবে কেউ আহত হয়নি। তেমন কোন ক্ষয়ক্ষতিও হয়। বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য কাজ চলছে।