শেখ শওকত হোসেন আব্দুল হামিদ মাষ্টারের ইন্তেকাল

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:-বাংলাদেশ মুজাহিদ কমিটি লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ শেখ শওকত হোসেন আব্দুল হামিদ মাস্টার আর নেই। তিনি আজ রাত ৮টায় মালির অংক নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল সকাল ১০টায় বেজগাঁও কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সেক্রেটারি মোঃ আল আমিন ব্যাপারী এক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মরহুম আব্দুল হামিদ মাষ্টার ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যার জীবন ছিল মানুষের সেবা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অগাধ বিশ্বাস। তাঁর অবদান ও ত্যাগ আমাদের সমাজে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সকলের কাছে এক দৃষ্টান্ত।