শাহ মোহছেন আউলিয়া স্মৃতি সংসদের ব্যবস্থপানায় ও উত্তর বন্দর এলাকাবাসীর পক্ষে থেকে ৮ম বারের মত জশনে জুলুস অনুষ্ঠিত হয়
চট্রগ্রাম থেকে আহমদ রেজা
১নং বৈরাগ ইউনিয়ন ২নং ওয়ার্ড উত্তর বন্দর এলাকার এলাকাবাসীর পক্ষে থেকে ৮ম বারের মত ১৩ অক্টোবর রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় ঐতিহাসীক জশনে জুলুস ঈদে মিলাদুন নবী (সাঃ) প্রিয় নবীর আগমনে সালানা জলসার ইসলামিক শোভাযাত্রা উৎযাপিত হয়। শাহ মোহছেন আউলিয়া স্মৃতি সংসদ ও অত্র এলাকার অন্যান্য সংঠনের পক্ষে নানা রকম পাণাহারের আনুষ্ঠানিকতা পালনের মধ্যে দিয়ে। উত্তর বন্দর মসজিদুল ইকরা সংলগ্নে স্থানে সমবেত হয়ে একবিশাল ইসলামি পদযাত্রা অনুষ্ঠিত হয়।প্রিয় নবী হযরত মহম্মদ (সাঃ) এর শানে, বিভিন্ন শ্লোগান ধর্মীও ব্যানার পেস্টনে বর্ণ্যাডো মিছিল নিয়ে উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ বায়তুস ছালাম জামে মসজিদ,কাফকো সেন্টার হয়ে শাহাদাৎ নগর অতিক্রম মুফতি নঈমউদ্দীন আলকাদেরী (রাঃ) মাদ্রাসা প্রঙ্গানে মিলিত হয়ে।মিলাদ কিয়ামের মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়। বর্ণ্যাডো ইসলামি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সর্বস্তরের নবী প্রেমিক আশেক গন সহ আহালে সুন্নত ওয়াল জামাতের স্থানীয় নেতা মাস্টার আবুল হোছাইন, মাওলানা মাহফুজুর রাহমান আলকাদেরী, মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী,আলহাজ্ব হাসেম উদ্দীন জালালী,মাওলানা আব্দুল্লাহ আদিল আলকাদেরী,মাওলানা কাজী জাকের হোছাইন আনছারী সহ সর্বস্তরের আলেম উলামা উপস্থিত ছিলেন। সুন্নী জনাতার অংশগ্রহণে ইসলামি এ শোভাযাত্রার ছদারতে অংশগ্রহণ করেন, আলহাজ্ব মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী সাহেব,এতে বিশেষ সহযোগীতায় ছিলেন শাহ মোহছেন আউলিয়া স্মৃতি সংসদ সার্বিক ব্যবস্থাপানায় উদ্যোগে হাফেজ মোহাম্মদ হোছাইন।
মিলাদ কিয়ামে পর সল্প বক্তব্য রেখে মিলাদ বিষয়ক আলোচনায় পর মিলাদ কিয়ামের দায়িত্ব পালান করেন মাওলানা শাহ জাহান চৌধুরী। এবং দেশ ও জনগনের জন্য দোয়া ও মোনাজাত অংশগ্রহণে ছিলেন আলহাজ্ব মাওলানা শহীদুল ইসলাম আলকাদেরী। উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যাক্তি বর্গ মজিবুর রহমান বুলু,আক্তার হোসেন চৌধুরী,আলহাজ মিজানুর রহমান,আলাউদ্দিন খান,মোখাদেস খান সুজন,আরজু মিয়া,প্রমুক। জুলুসের সার্বিক সহযোগীতা ও অংশগ্রহণের মধ্যে দিয়ে ১১ টার সময় সমাপ্তি করেন।