শহীদের রক্তের কোনও বিনিময় হয় না, রয় শুধু বুক ভরা ভালো বাসা… আর,বি বাঁধন ঢালী
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ।
গরু উপহার পেলেন জুলাই আগস্ট আন্দোলনের শহীদ রাশেদুলের পরিবার তার বাবার হাতে হস্তান্তর ।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের জুলাই আন্দোলনে শহীদ রাশেদুল ইসলাম এর পরিবার কে একটি গরু উপহার দিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি, বিনতে ইয়ামিন আলী মোল্লা।
অদ্য ১৩ নভেম্বর বিকেল ৪.০০ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন এ স্থানীয় নেতা কর্মীদের সাথে স্বাক্ষাত করতে যান গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।সেখানে তিনি স্থানীয় ছাত্র প্রতিনিধি ও স্থানীয় লোক জনের সাথে মতবিনিময় সভা করেন।অতঃপর তিনি খোজ জানতে নিতে যান অত্র ইউনিয়নের আগস্ট জুলাই আন্দোলনে শহীদ রাশেদুল এর পরিবারের।সেখানে গিয়ে শহীদ রাশেদুলের বাবা বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজনের সাথে স্বাক্ষাত করেন ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান।তিনি শহীদ রাশেদুলের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতার সুফল পেতে সকলকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট দের অপকৌশল রুখে দিতে সজাগ থাকার আহবান জানান।শহীদ রাশেদুলের পরিবার অস্বচ্ছল হওয়ায় তাদের জন্য তিনি তাৎক্ষণিক একটি গরুর ব্যবস্থা করতে বললে খোজ খবর নিয়ে একটি গরু কিনে শহীদ রাশেদুলের বাবা বাচ্চু মিয়াকে উপহার হিসেবে দেন।এসময় সেখানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
বিন ইয়ামিন মোল্লা উপহার দিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই এলাকার অস্বচ্ছল পরিবার যারা আছেন তাদের কে স্বাবলম্বী করতে তার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
বিবিসি নিউজ ২৪রংপুর বিভাগীয় চীপ। মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালীর মতে অন্তবর্তী কালীন সরকারকে আর্মির সমর্থনে দেশ থেকে দখলদার সৈরাচার,বৈষম্য হীন, মানব সম্পদে সম্পদশালী হয়ে বিশ্ব মানচিত্র জুড়ে এক নতুন অধ্যায় তৈরি করতে পারেণ,আপনি শান্তি তে নোবেল জয়ী একজন মহামানব আপনি বিশ্ব মানচিত্র জুড়ে নিজের বিবেক দিয়ে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন তাই আপনার উচিৎ এ সুযোগ কে কাজে লাগানো।