লৌহজংয়ে দাখিল পরীক্ষায় তামান্না তানিশাশ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার পেলো

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অত্র উপজেলায় দাখিল পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার পেলো তামান্না তানিশা। লৌহজং উপজেলার জাংগালিয়া দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে এই কৃতিত্ব অর্জন করে তামান্না ।

তামান্না তানিশা সিরাজদিখান উপজেলা, জইনসার ইউনিয়নের, ভবানীপুর গ্রামের, মাওলানা মনির হোসেন ও জাকিয়া সুলতানা দম্পতির সন্তান। তিন ভাই বোনের মধ্যে তামান্না তানিশা দ্বিতীয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ‘ ২০২৪-২৫ অর্থবছরে’ পিবিজিএসআই সারা দেশে প্রতি উপজেলার ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষা বোর্ডের রেজাল্ট এর ভিত্তিতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাই করে তাদের এই পুরস্কারের আওতাভুক্ত করা হয়।
শিক্ষার্থীদের পুরস্কার হিসাবে ১০ হাজার টাকা, উপহার হিসাবে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ প্রদান করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তার এই কৃতিত্বের জন্য আমরা গর্ববোধ করি। সরকারের এমন সিদ্ধান্তে অন্যন্য সাধারন শিক্ষার্থীদের মঝে উৎসাহ ও উদ্দীপনা বারবে। ভালো রেজাল্ট করার জন্য শিক্ষার্থীদের মঝে প্রতিযোগীতার মনোভাব গড়ে উঠবে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মঈনউদ্দীন আহমেদ বলেন, তার এই সাফল্যে আমরা খুবি আনন্দিত ও গর্বিত। এতে আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেয়েছ। আমি আশা করি আমাদের এই প্রতিষ্ঠান থেকে আগামীতেও আরও শ্রেষ্ঠ শিক্ষার্থী বাহির হয়। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানাই।