লৌহজংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- আজ ২১ মার্চ শুক্রবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে মালির অংক বাজারস্থ হাজী মন্টু মার্কেটের দ্বিতীয় তলায় ড্রিম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে আলহাজ্ব হযরত মাওলানা আবুল কালাম খানের সভাপতিত্ব ও আল-আমিন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, প্রধান অতিথি আলহাজ্ব কে এম বিলাল হোসেন তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এটি শুধু সিয়াম সাধনার মাস নয়, বরং আত্মসংযম ও নৈতিক উন্নতির শ্রেষ্ঠ সময়। আমাদের সমাজে যে অপরাধ, দুর্নীতি ও অনৈতিকতা ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ মানুষের মধ্যে আল্লাহভীতি ও নৈতিকতার অভাব। যদি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তবে এসব অন্যায়-অবিচার দূর হবে।
তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করছে। আমাদের সকলের উচিত ইসলামের বিধান অনুসরণ করা এবং ইসলামী আন্দোলনের পাশে থেকে এই মহান লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখা। একটি শোষণমুক্ত ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে। বিশ্বের মুসলমানরা আজ নির্যাতিত। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা চরম দুঃসময় পার করছে। তাদের জন্য দোয়া করা ও সহমর্মিতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সকলেই ইসলামের আদর্শকে আঁকড়ে ধরি এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকি। ইনশাআল্লাহ, ইসলামই মানবতার মুক্তির একমাত্র পথ।
অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব মনসুর আহমাদ মুসা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মুফতী মুজাহিদুল ইসলাম সাদিকী প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা এবং ইউনিয়ন শাখার নের্তৃবৃন্দ। তাছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুল ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।