লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে রোটারিয়ান এম নাজমুল হাসানের শতশত নেতাকর্মী শোডাউন
মো :লুৎফুর রহমান হৃদয়, বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ:
রোটারিয়ান এম. নাজমুল হাসান এর পক্ষে মাহাবুবুল আলম প্রিন্স এর নেতৃত্বে কেন্দুয়া থানা শত শত নেতা কর্মী হাজির মুক্তি সমাবেশ নেত্রকোনায়।
নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে বুধবার নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসানের নেতৃত্বে কর্মী সমর্থকরা জেলা শহরে শোডাউন করে সমাবেশে যোগদান করেছেন।
জানা গেছে, নেত্রকোনা-৩, আটপাড়া-কেন্দুয়া আসনে
বিএনপির মনোনয়ন প্রত্যার্শী কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহকারি মহাসচিব রোটারিয়ান এম. নাজমুল হাসানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী বুধবার দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট থেকে শোডাউন করে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগদান করেন। বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসানের নেতৃত্বে শোডাউনে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম প্রিন্স, বিএনপি নেতা সৈয়দ আকিক, জেলা বিএনপির সাবেক সদস্য সাবেক সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক মো. আজিজুল হক, জিয়া মঞ্চ জেলা শাখার সভাপতি মো. আরিফ মিয়া, সহ-সভাপতি শাহ আলম, দপ্তর সম্পাদক মো. এনামুল হাসান রাজন, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান রাহাত, যুগ্ম সাধারন সম্পাদক রাজু আহমেদ, সাফায়েতুল ইসলাম জুয়েল, আজহারুল ইসলাম জীবন, শামীম আহমেদ, দুর্জয়, এমদাদ হোসেন, রূপন আহমেদ প্রমুখ।