লালমনিরহা ও জলঢাকার জনসভায়বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর।

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী।। বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টায় লালমনিরহাট ও বিকালে রংপুর বিভাগের নীলফামারী জলঢাকা উপজেলায় বক্তব্য রাখবেন এ দুটি বিশাল জনসভায় তিনি তার মুর্ল্যবান বক্তব্য রাখবেন বলে জানা যায়। বাংলাদেশ জামাতের আমীর ডাঃ শফিকুর রহমান এর আগমনে লালমনিরহাটের পাঁচটি উপজেলা ও জলঢাকা নীলফামারী জেলার ৬টি উপজেলায় ব্যাপক প্রচার প্রচারনা করছেন দলটির নেতাকর্মীরা।
মোটর সাইকেল শো ডাউন ও হ্যান্ড বিল বিলি সহ ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন গতকাল বিকালে জেলা প্রেসক্লাব লালমনিরহাট। ও নীলফামারী প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন এস্থানিয় জামাতের নেতারা। জামাতের আমীরের আগমন উপলক্ষে জেলা দুটির সর্বত্র জানান দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুল ইসলাম (১৯ এপ্রিল) লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে সকাল ৯টায় জেলা সদরের কালেক্টরেট মাঠে এবং বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আয়োজনে জলঢাকা স্টেডিয়াম মাঠে বিশাল জনসভার আয়োজন করেছেন এই দুই জায়গায় তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন বলে জানা যায়, জনসভাটি সাফল্যমন্ডিত করতে সাধারণ জনগণকে অংশগ্রহণ করার জন্য ব্যাপক প্রচার ও প্রচারনা চলছে বলে সাংবাদিকরা খেয়াল করেণ।
উক্ত এস্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট ও নীলফামারী জেলার গণমাধ্যম কর্মীগণ, নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, নায়েবে আমির ড.খায়রুল আনাম, সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা মনিররুজ্জামান মন্টু, সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ, শহর আমির ও সেক্রেটারী যথাক্রমে অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও এ্যাডঃ আনিসুর রহমান আজাদ শাহ, ও নীলফামারী জেলা জামায়াতের জেলা মিডিয়া ও প্রচার সেক্রেটারি সাদের হোসেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন শহর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডঃ মামুনুর রশিদ পাটোয়ারী প্রমুখ।লালমনিরহাট জেলার জামাতের আমীর ও কেন্দ্রীয় মসলিসে সুরা সদস্য, এ্যাডভোকেট মোঃ আবু তাহের। লালমনিরহাট ১,মু, আনোয়ারুল ইসলাম রাজু২ মুহাম্মদ ফিরোজ হায়দার লাভলু, ৩ প্রভাষক মু,হারুন অর রশীদ সহ প্রমুখ।
জামাতের আমীরের উপস্থিতি তে রংপুর বিভাগের সহজ সরল খেটে খাওয়া মানুষের ভ্যাগের কি পরিবর্তনের বরাত আসে তা জানতে অপেক্ষিতমান রংপুর বিভাগ সহ গোটা বাংলার মানচিত্রে বসবাস মান বাঙালী জাতি।