লালমনিরহাট আদিতমারী উপজেলা দূর্গাপুর এর আশরাফুল আলম অনলাইন জুয়ারি তৈরি করে কোটিপতি,

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী রংপুর বিভাগীয় চীপ।
রংপুর বিভাগ লালমনিরহাট জেলার আদিতমারী
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আশরাফুল আলম পিতা মোঃ নুরজামান উত্তর গোবধা গ্রামে আলিশান বাড়ি এক বছর আগেও সে ভটভটি বা নসিমনে হেলপারি করতো, দিন এনে দিন খেতো তাঁর এমন অবস্থা ছিলো ।
গ্রামের মানুষের বাড়িতে কাজকর্ম করে চলত সে। আজ তার বাড়িতে অনেকে কাজের জন্য আসে। তার এই সিন্ডিকেট রংপুর বিভাগের লালমনিহাট জেলা, কুড়িগ্রাম জেলা, ভুরুঙ্গামারী সহ বেশ কিছু জেলায় বিস্তীর্ণ আছে বলে জানা যায়। তরুণ স্কুল কলেজের ছাত্র দের ও যুবক ছেলেদের কাছে সে আইডি বিক্রি করে, অনলাইন জুয়া কাসিনো তে আসক্ত করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। এইদিকে নিঃস্ব আছে স্কুল কলেজ ছাত্র ছেলে ও যুবকেরা। এই বিষয়ে তার গ্রামে প্রতিবেশীদের সঙ্গে কথা বললে। তারা বলেন যে আশরাফুল দিন এনে দিন খেতে পারতো না সে আশরাফুল এখন কোটি পতি। সে এই আলাদিনের চেরাগ কোথায় পেলো। সে অনেক গুলো সিম এবং অনেকগুলো মোবাইল ব্যবহার করে। এলাকার লোকজন তাকে আইনের আওতায় এনে আসল রহস্য উদ্ঘাটন করে তাকে বিচারের কাঠগড়ায় তোলার দাবী জানান। এই বিষয়ে আদিতমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা আশরাফুলের বিরুদ্ধে কোন অভিযোগ পাই নাই অভিযোগ পেলে আইনানক ব্যবস্থা গ্রহণ করব।
ফেসবুক ইউটিউবে ভিডিও দেখলেই ভেসে উঠে বিভিন্ন জুয়ার এ্যাড এবং সে এ্যাড গুলোতে সাকিবাল হাসান, ডাঃ মুহাম্মদ ইউনুস সহ বিভিন্ন সেলেব্রিটিদের ছবি ভেসে উঠে সরকারের দৃষ্টি আকর্ষণ করাহলো বাংলাদেশের যুবসমাজ আজ ঢংশের দারপ্রান্তে মাদক জুয়ায় আসক্ত আজ বাংলাদেশ ৭০ ভাগ যুব সমাজ, ধীর অন্ধকারে ধাবিত হচ্ছে বাংলাদেশের যুবসম্প্রদায়।