লালমনিরহাটে আলোচিত স্কুল ছাত্রী হত্যা মামলার আইনজীবী রাসেলকে হত্যার হুমকি।

মোঃ রব্বানী ইসলাম,, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে আলোচিত স্কুল ছাত্রী জন্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে মুখোশধারীরা হত্যার হুমকি দিয়েছে।
মঙ্গলবার (৬ মে) রাত ১১টার হেলমেট পরিহিত ৪ থেকে ৫জন ব্যক্তি ওই আইনজীবীর গতিরোধ করে হত্যার হুমকি দেয়।
এরআগে গত ১৬ এপ্রিল সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার এক ভুট্টাখেত থেকে ষষ্ঠ শ্রণীর ছাত্রী জান্নাতির হাত,পা ভাঙা মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।
বুধবার (৭মে) দুপুরে জজকোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী রাসেল জানান, গতকাল ৬ মে রাত ১১টায় দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জেলা সদরের বালাটারী নামক স্থানে অজ্ঞাত ৪/৫ জন হেলমেটে পরিহিত ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে সামনে দাঁড়ায়। এসময় অজ্ঞাত ব্যক্তিরা হুমকি দিয়ে বলে, জান্নাতি হত্যা মামলা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে সমস্যা হবে। এতে ওই আইনজীবী ভয় পেয়ে যান। পরে আশপাশের লোকজন এলে মুখোশধারীরা পালিয়ে যায়।
গত ১৬ এপ্রিল সন্ধ্যার পর বাড়িতে একা পেয়ে ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে পাশে ভুট্টা ক্ষেতের নির্জন স্থানে নিয়ে যায় পাশ্ববর্তী মদাতী ইউনিয়নের কাগজিটারী এলাকার আবু তালেবের ছেলে বেলাল হোসেন (১৯) । পরে বেলাল ওই স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে পৈশাচিক কায়দায় স্কুল ছাত্রীর মুখের ভেতর মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে আসামীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে আসামী বেলালকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
এদিকে ঘটনায় জড়িতদের গ্রফতারের দাবীতে এলাকাবাসী থানা ঘেড়াও, ঢাকা – বুড়িমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হয়।