লালমনিরহাটে আলোচিত বুলেট হত্যার রায়,আওয়ামীলীমের ক্যাডার খুনি আমিনুল খান সহ ০৩জনের যাবজ্জীব কারাদণ্ড,
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, রংপুর বিভাগীয় চীপ।
লালমনিরহাটের আলোচিত শ্রমিকলীগ নেতা ফখরুল ইসলাম বুলেট হত্যার রায় ঘোষিত হল আজ,সন্ত্রাসী আমিনুল খান সহ ০৩ জনের যাবজ্জীবনের আদেশ দেন বিজ্ঞ আদালত।
বুধবার (১৬অক্টোবর)দুপুর ১ ৫৫,মিনিটে, লালমনিরহাট জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আবিদ আলী আলোচিত বুলেট হত্যা মামলার রায় পড়ে শোনান।মামলার সংক্ষিপ্ত রায়ে বিজ্ঞ বিচারক আসামী আমিনুল খান,বিপুল খান, মজিদুল কসাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড ।মামলায় মোট ১১ জন কে আসামী করা হয়।মামলার চার্জ গঠনের সময় দুইজনকে অব্যাহতী দেওয়া হয়, একজন আসামি মৃত্যুবরন করে,অপর ০৫ আসামীকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস দেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাফার গোডাউনের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আওয়ামিলীগ শ্রমীকলীগ নেতা বুলেট কে হত্যা করা হয়।২০১৫ সালের ২৭ জুন সন্ধ্যায় মোবাইল ফোনে ফখরুল ইসলাম বুলেট কে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসী আমিনুল খান সহ এই ১৬বছর শোষন করা তার গং আসামিরা।নিহত ফখরুল ইসলাম বুলেট কে মোবাইলে ডেকে নেন পরে লালমনিরহাট সদর মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটে বুলেট পৌছালে,সন্ত্রাসী আমিনুল ইসলাম খান বিপুল খান,মসজিদুল কসাই সহ অন্যান্য আসামী একটি পরিত্যক্ত জায়গায় তাকে ধরে নিয়ে গিয়ে মাংস কাটার ধারালো অস্ত্র দিয়ে তার হাত পা বেধে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করে।নিহত বুলেট জাতীয় শ্রমিকলীগ মহেন্দ্রনগর ইউনিয়নের সভাপতি ছিলেন।স্থানীয় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে
ফখরুল ইসলাম বুলেট বাঁধা হয়ে দাঁড়ায়,পথের কাঁটা সরাতে সন্ত্রাশী আমিনুল খান পরিকল্পিত ভাবে ফখরুল ইসলাম বুলেট কে হত্যা করেন বলে জানায় নিহত বুলেটের পরিবার।
নিহত ফখরুল ইসলাম বুলেট মহেন্দ্রনগর ইউনিয়নের স্কুল শিক্ষক এনামুল মাষ্টারের পুত্র,
পুত্র হত্যার বিচার চেয়ে লালমনিরহাট সদর থানায় ২০১৫ সালে ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন এনামুল মাষ্টার।আসামীরা বিগতদিন আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান এর ছত্রছায়ায় থাকার কারনে মামলার রায় বিলম্বিত হয়।গত ০৫ আগষ্ট হাসিনা সরকার দেশ ছেরে গেলে বুলেট হত্যার মামলাটি আলোর মুখ দেখে।
মামলার রায় প্রসঙ্গে নিহত বুলেটের স্ত্রী নুসরাত জাহান ঝুমা বলেন,আমার স্বামীর হত্যাকারী খুনী আমিনুল খানের যাবজ্জীবন রায় হওয়ায় আমরা সন্তুষ্ট,অনতিবিলম্বে পুলিশ খুনী আমিনুল খান সহ অপর আসামীদের গ্রেফতার করে রায় কার্যকর করার দাবী জানাই,সে সাথে সরকারি ষাঁড়ের গোডাউন থেকে সকল পোকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।