লালমনিরহাটের লোহাখুচি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূণর্বহালের দাবিতে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি;
মো: রব্বানী ইসলাম

গত বছর ৫ আগস্টে দেশের পট পরিবর্তনের পর প্রধান শিক্ষককে রহুল আমিন দুদুকে পদত্যাগে বাধ্য করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবার ওই শিক্ষার্থীরা সাবেক শিক্ষককে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার ৮ ই মে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহা খুঁচি উচ্চ বিদ্যালয়ে পদত্যাগে বাধ্য করা প্রধান শিক্ষক রুহুল আমিন দুদুকে তার স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে দায়িত্বরত প্রধান শিক্ষক স্কুল বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা বাড়ীতে না ফেরে আন্দোলন চালিয়ে যান।

শিক্ষার্থীরা জানান, রহুল আমিন দুদু স্যার স্কুল থেকে যাওয়ার পরে দায়ীত্ব পাওয়া প্রধান শিক্ষক স্কুলের নিয়ম কানুন পালনে ব্যর্থ হচ্ছেন, বিদ্যালয়ের শিক্ষকরা ইচ্ছেমতো আসেন এবং যখন তখন চলে যান,সঠিক ভাবে ক্লাস নেন না।নতুন বছরের ৫ মাস অতিবাহিত হলেও আমাদের ক্লাস রুটিন পর্যন্ত দিতে পারেনি। আমাদের আগের শিক্ষক থাকলে হয়তো এ ধরনের বিরম্বনায় আমরা পড়তাম না। বুঝতে না পারার কারণে আমরা তার বিরুদ্ধে এর আন্দোলন করেছিলাম।আমরা চাই দুদু স্যার ফিরে আসুক।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্রী গ্রীণাল চন্দ্র রায় জানান স্কুলের কিছু শিক্ষার্থী গেদারিং করার চেষ্টা করলে আমি কয়েকজন শিক্ষককে ডেকে তাদেরকে থামাতে বলি। তারা না শুনায় আমরা স্কুল দেই। কিছু শিক্ষার্থী স্কুল থেকে বাসায় না গিয়ে এখানে আন্দোলন করে।

এ বিষয়ে পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু জানান, আমাকে ভালোবেসেই শিক্ষার্থীরা আজকে হয়তো এমন আন্দোলন করেছে।এর আগে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য তারা অনুতপ্ত, তাদের ভুল বুঝতে পেরেছে।আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার উদ্ধর্তন কতৃপক্ষ যে নির্দেশনা দিবে আমি সেটিই মেনে নিবো।

বিদ্যালয়ে আন্দোলন হচ্ছে এমন সংবাদ পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস সহ মাধ্যমিক অফিসের কর্মকর্তারা। মনোনীতা দাস জানান, কেউনলিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।শিক্ষার্থীদের বুঝিয়ে তিনি চলে যান।