রাশিয়ার মান সংস্থার সাথে বিএসটিআই’র সমঝোতা স্বারক স্বাক্ষর


নিউজ ডেস্ক

বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর সাথে রাশিয়ার মান সংস্থা-ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজি (জিওএসটি আর) এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সোমবার রাজধানীর তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এবং রাশিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী আন্তন শালায়েভ (Mr. Anton Shalaev) স্বাক্ষর করে পাঠিয়েছেন।
সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এনডিসি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একাতেরিনা সেমিনোভা (Minister-Councellor, Ms. Ekaterina Semenova), পররাষ্ট মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মোঃ মোশারফ হোসেন, এফবিসিসিআই’র প্রশাসক মোঃ হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস এবং এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।