রামেবিতে গাছ কর্তণের সময় হাতেনাতে আটক ৩, নেপথ্যে দেলোয়ার

Screenshot_2025_0908_001907

জুয়েল আহমেদ বিশেষ প্রতিনিধি : ক্যাম্পাসের পূর্ব পাশে ড্রেন ও সীমানাপ্রাচীর নির্মাণে কয়েক শত গাছ কাটা হয়েছে। শ্রমিকদের টিনের ঘরের পাশে কাটা আমগাছ পড়ে আছে। দক্ষিণ দিকে কাটা ডালপালা ও ফাঁকা জায়গা দেখা গেছে। পশ্চিমে প্রায় ১০ বিঘার একটি বাগানে সারি সারি গাছ কাটা অবস্থায় পানিতে পড়ে আছে। বৃষ্টির কারণে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দাবি করেছে, ক্যাম্পাস দেখাশোনার দায়িত্বে ছিলেন মোঃ হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তি। তাঁর গরু ও ভেড়ার ফার্ম অধিগ্রহণ করা হয়েছে। তিনি আমের মৌসুমে ৪০ লাখ টাকার আম বিক্রি করেছেন। একটি রাজনৈতিক দলের সাবেক ছাত্রনেতা নামমাত্র মূল্যে বাগান ইজারা নিয়েছিলেন। গাছ কাটার চক্রের হোতা হাফিজুল, ওই ছাত্রনেতা, হোসাইন কন্সট্রাকশন, রেজিস্ট্রার ডা. হাসিবুল হোসেন, উপাচার্যের সহকারী নাজমুল হোসেন এবং প্রকৌশলী সিরাজুম মুনীর জড়িত বলে অভিযোগ রয়েছে।
রেজিস্ট্রার ডা. হাসিবুল বলেন, গাছ কাটার বিষয় আমি জানতে পারি, কিন্তু তা অফিশিয়াল নয়। আমি প্রকল্প এলাকায় যাই না। নাজমুল হোসেন বলেন, আমি কিছুই জানি না। হাফিজুল বলেন, আমার ফার্ম অধিগ্রহণের পর আমার কাজ শেষ। গাছ কে কেটেছে বলতে পারব না।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১০ মাস ধরে গাছ কাটা হলেও গত এক মাসে ব্যাপক কাটা শুরু হয়। দরপত্র ছাড়া গাছ কাটার বিষয়টি জানাজানি হলে হোসাইন কন্সট্রাকশনকে শোকজ করা হয়।
প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, গাছ বেআইনিভাবে কাটা হয়েছে। আমরা ঠিকাদারকে শোকজ করেছি। জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, আমরা গাছ কাটিনি। যেখানে গাছ কাটা হয়েছে, সেখানে আমাদের কাজ নেই।
উল্লেখ্য, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২১’ এর খসড়ার অমুমোদন দিয়েছিলো মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, যারা সাধারণ বাগান করবেন বা স্থায়ী যে গাছ লাগাবেন, সেগুলোও তারা তাদের ইচ্ছেমতো কাটতে পারবেন না। পৃথিবীর প্রায় সব দেশেই এরকম নিয়ম আছে। সৌদি আরবে ইউ ক্যান নট ইমাজিন। আমার বাড়িতে একটি গাছ পড়ে গেছে, এটা আমি সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটতে পারব না। এটা ভারতেও আছে। এটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে।
এ আইনের মাধ্যমে সব বনাঞ্চলকে প্রটেকশন (সুরক্ষা) দেওয়া হয়েছে। সামাজিক বনায়নে থাকা গাছও এর আওতায় আসবে। এখানে বুঝতে হবে স্থায়ী গাছের কথা বলা হয়েছে। লাউ গাছ কাটতে কোনো সমস্যা নাই।

You may have missed