রাব্বি হাসনাত ইমনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা, ঈদ মানেই আত্মত্যাগের অপূর্ব এক শিক্ষা। ত্যাগের মহান আদর্শ নিয়ে মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা।

এই দিনটি শুধুমাত্র পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য হলো মনের অহংকার, লোভ, হিংসা ও অন্যায় প্রবৃত্তির কোরবানি দেওয়া। পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা ও একে অন্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। এ উৎসব ধনী-গরিব, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে একটি সুতোয় গেঁথে দেয়—ভ্রাতৃত্বের বন্ধনে।

এই মহান উপলক্ষ্যে আমি, রাব্বি হাসনাত ইমন—আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
সকল বিভেদ ভুলে আমরা যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই—এটাই হোক আমাদের অঙ্গীকার।

আসুন, কোরবানির মূল শিক্ষা অন্তরে ধারণ করি, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত করি।
আল্লাহ তাআলা আমাদের ত্যাগ কবুল করুন এবং আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন।

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা রইল সবাইকে। ঈদ মোবারক!

You may have missed