রাজশাহীতে ওসির বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধন

বিষেশ প্রতিনিধি :রাজশাহী মহানগর(আরএমপি)চন্দ্রিমা থানার ওসি মোঃ মতিয়ার রহমান এর বিরুদ্ধে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন এর আইনজীবীগণেরা মানববন্ধন করেছে।

আজ সোমবার(১২মে)সকাল ৯.৩০টার সময় জজকোর্ট, রাজশাহী বার এসোসিয়েশন ভবনে সামনে, আইনজীবীগণের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানসহ বিজ্ঞ আইনজীবী হযরত আলীর বাড়িতে হামলা, চেম্বার ভাংচুরের প্রতিবাদে চন্দ্রিমা থানার ওসি মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি,এ্যাডভোকেট মোঃ আবুল কাসেম, উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট লিয়াকত আলী, এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন, এ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদ বাবু।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন,রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার ওসি মোঃ মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত বিচার করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য যে গত ৮মে/২৫ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহীতে এ্যাড. মোঃ আব্দুর রশিদ বাবু (৫৫), পিতা- মৃত আঃ বারী , গ্রাম- ১৪/১, বেতিয়াপাড়া, থানা- রাজপাড়া, মহানগর রাজশাহী বাদী হয়ে, মোঃ মতিয়ার রহমান অফিসার ইনচার্জ, চন্দ্রিমা থানা এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং- ৯২/২০২৫( চন্দ্রিমা)৮/০৫/২০২৫, ধারা- ৫০০/৫০৬(২) দঃ বিঃ।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ,মোঃ মতিউর রহমান মুঠোফোনে বলেন,আমি জানিনা আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে,আমি শুনে ছিলাম যে মানববন্ধন হবে। বাড়িতে হামলা, চেম্বার ভাংচুরের
করেছেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা তদন্ত করে দেখেন কে এগুলো করেছে, আমি কেন এগুলো করব। এ সময় তিনি বলেন আমি ফোন এগুলো বলতে চাই না আপনি অফিসে আসেন বলে ফোন কেটে দেন।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জনকন্ঠকে বলেন, এ ধরনের কোন অভিযোগ আসলে গুরুত্বের সাথে দেখা হবে।পুলিশ সদস্য হয়ে তো এ রকম বেআইনি কাজ করার সুযোগ নেই। যদি কেউ করে থাকে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ উপস্থাপনা করে অবশ্যই ব্যবস্থা নিব।