রাজনৈতিক সম্প্রীতি সারাদেশে ছড়িয়ে দিলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব পঞ্চগড়ে ভিপি নুরুলহক নূর

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী বিবিসি নিউজ ২৪ রংপুর বিভাগীয় চীপ।
ভিপি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে জুলাই আগষ্টে আমার দল ছোট ছোট সকল দল সহ, বিএনপি-জামাত সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ পতনের জন্য কাজ করেছি: পঞ্চগড়ে ভিপি নুরুল হক নূর।
আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি-জামাতসহ সব রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ পতনের জন্য কাজ করেছি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিপি নুরুল হক নূর বলেন, “আওয়ামী লীগ সীমান্ত হত্যার বিরুদ্ধে কখনো প্রতিবাদ করেনি। ভারতের সাথে বন্ধুত্ব চাই, গোলামী নয়।” তিনি আরও দাবি করেন, পঞ্চগড়ের রাজনৈতিক সম্প্রীতি সারাদেশে ছড়িয়ে দিলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় শাখার নেতারা। এর আগে নূর গণঅভ্যুত্থানে নিহত সাজুর বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে দেবীগঞ্জে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।