রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার সকাল থেকে তীব্র যানজট। বিশেষ করে মতিঝিল ও পল্টনমুখী সড়কে যানজট বেশি। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

স্বাভাবিক সময়ে মোটরসাইকেলে রাজধানীর রামপুরা থেকে দিলকুশা যেতে আধঘণ্টার মতো সময় লাগে। কিন্তু আজ বুধবার সকাল ১০টার দিকে এই পথ যেতে এক ঘণ্টার মতো সময় লাগার কথা জানালেন এক ভুক্তভোগী। রাজধানীর অন্যান্য অংশের অবস্থাও একই রকম বলে কয়েকজন ভুক্তভোগী জানান। অবশ্য মোটরসাইকেল আরোহীদের চেয়ে বাসের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে।

আজ সকালে বাড্ডা থেকে রামপুরার আবুল হোটেলের সামনের অংশ পর্যন্ত পুরো সড়কে যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। যানবাহনগুলো থেমে থেমে চলছিল।

ভিক্টর পরিবহনের বাসের যাত্রী আবদুল ওয়াহাব বলেন, সকাল ১০টার মধ্যে তাঁর মতিঝিল পৌঁছানোর কথা। কিন্তু যানজটের যা পরিস্থিতি, তাতে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। যানজটে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, সভা-সমাবেশ করে রাজনৈতিক দল, আর ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

যানজটে গাড়ির দীর্ঘ সারি। উপায় নেই, হাটা শুরু

যানজটে গাড়ির দীর্ঘ সারি। উপায় নেই, হাটা শুরুছবি: সাজিদ হোসেন

সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনসহ কয়েকটি স্থানে বিএনপিসহ সরকারবিরোধীরা আজ গণ-অবস্থান কর্মসূচি পালন করছে। অন্যদিকে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পাল্টা কর্মসূচি পালন করছেন। এ কারণে আজ রাজধানীর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ বেশি রয়েছে। তবে কোনো সড়ক একেবারে বন্ধ হয়ে আছে কি না, তা তারা নিশ্চিত করতে পারেনি।

সকালে পল্টন এলাকা ঘুরে দেখা যায়, বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা আসছেন। অনেকেই আসেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। ফলে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব বাড়তে থাকে।

বেলা একটায় গুগল ম্যাপের তথ্য বলছে, রাজধানীর কাকরাইল, পুরানা পল্টন, প্রেসক্লাব, ফকিরাপুল, সেগুন বাগিচা—এসব এলাকায় তীব্র যানজট রয়েছে। যানজট দেখা গেছে, ফার্মগেট থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়কেও।

দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে কথা হয় কবির হোসেন নামের এক যাত্রীর সঙ্গে। ওয়েলকাম পরিবহনের একটি বাসে তিনি সাভার থেকে গুলিস্তান যাচ্ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ফার্মগেটের আগপর্যন্ত যানজট পরিস্থিতি তাঁর কাছে স্বাভাবিক মনে হয়েছে। কিন্তু ফার্মগেট থেকে তীব্র যানজট পেয়েছেন। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত আসতে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে।

এ সময় শাহবাগ এলাকা দিয়ে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। শিকড় পরিবহনের চালকের সহকারী সোহেল মিয়া বলেন, যানজট ঢাকা শহরে নিয়মিত ঘটনা। কিন্তু আজকের অবস্থা অন্যদিনের চেয়ে খারাপ।

যানজটের কারণে আজ সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি মিরপুর থেকে মতিঝিলে আসা সাব্বির আহমেদ। রাজউক ভবনের সামনে তিনি প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলের কর্মসূচি খোলা মাঠে হওয়া উচিত। তা না হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না।

বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের রমনা বিভাগের পরিদর্শক (প্রশাসন) শেখ ওজিয়ার রহমান প্রথম আলোকে বলেন, কিছু রাস্তায় যানবাহনের চাপ বেশি রয়েছে। তবে তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছেন।