রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

1720205654.Dead body bg20200425191813

বিশেষ প্রতিনিধি : রাজধানীর কসাইবাড়ি বটতলা রেলক্রসিং এলাকায় জয়ন্তিকা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) রাতে বিমানবন্দর রেলস্টেশন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আনুমানিক রাত ৮টার দিকে কসাইবাড়ি বটতলা রেলক্রসিং এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স ৫০ থেকে ৫৫ হবে।তার পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।