রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলায়,।পানিতে ডুবে সিয়াম নামে ১ শিশুর মৃত্যু
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী। রংপুর বিভাগীয় প্রধান।
কুড়িগ্রাম সদর উপজেলায় পানিতে ডুবে সিয়াম নামের ২ বছর বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ অক্টোবর ) সকাল ৯টায় সদর উপজেলার ২ নং হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম অত্র এলাকার বেলাল ড্রাইভারের ছেলে।
জানা গেছে, রবিবার সকালে শিশু সিয়াম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
২ নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।