যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল পূর্বধলায়
সুদেব ঘোষ
নেএকোনা পূর্বধলা প্রতিনিধি
১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পূর্বধলা চৌরাস্তায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাবেক (জিএস) সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কছম উদ্দিন, বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আজহারুল ইসলাম মাছুম, গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হাশিম সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সবেক ছাত্র নেতা সারোয়ার জাহান রাসেল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসানুজ্জামান রাফি, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আকিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার, শ্রমিকলীগ নেতা শহীদ মিয়া, আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুখলেছুর রহমানসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।