যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আহমদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সভাপতি লাভলু মিয়ার,

প্রতিবেদন, নাহিদা আক্তার লাকী,
গত ৩০ এপ্রিল বুধবার রাত ৯টায় সিলেট শহরের একটি স্থানীয় কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, শিল্পপতি ও সমাজসেবক আহমদ আলী–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের ,
সভাপতি লাভলু মিয়া। ফুলের ,শুভেচ্ছা ও আন্তরিকতার মাধ্যমে অতিথিকে বরণ করেন সভাপতি লাভলু মিয়া এবং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাসুম ফারুকী।
সাক্ষাৎকালে সাংবাদিকদের অধিকার, আন্তর্জাতিক নিরাপত্তা, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ও সাংবাদিকতার নৈতিক দায়িত্ব নিয়ে সংবেদনশীল ও গঠনমূলক আলোচনা হয়।
আহমদ আলী বলেন, “সাংবাদিকতার আসল শক্তি সত্য প্রকাশে। সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করাই সাংবাদিকের মূল দায়িত্ব।”
লাভলু মিয়া বলেন, “আমরা সাংবাদিকদের শুধু সমস্যা চিহ্নিত করছি না, বরং আন্তর্জাতিকভাবে তার কার্যকর সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
মাসুম ফারুকী বলেন, “একটি সম্মানজনক, নিরাপদ ও উন্নয়নমুখী সাংবাদিকতা প্রতিষ্ঠায় সকল সচেতন কণ্ঠকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই।”
এই সৌজন্য সাক্ষাৎকে সাংবাদিকতা ও সামাজিক দায়িত্বের একটি মানবিক বন্ধন ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।