যশোরে ছাত্র ছুরিকাহতের ঘটনায় একজন গ্রেফতার

রিফাত আরেফিন যশোর প্রতিনিধি
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার অন্যতম সমন্বয়ক, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র বাঁধনকে ছুরিকাহতের ঘটনায় নড়াইল এক্সপ্রেস পরিবহনের হেলপার আকাশ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া গ্রহন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিহার মোরে বাস পৌঁছালে কন্ডাকটর জিয়াউল (এখনও পলাতক) গলার বামপাশে ছুরিকাঘাত করে বাঁধনকে।

গত শনিবার ২৪শে আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় সিটি কলেজ এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করে ঐ ঘটনার অন্যতম আসামী আকাশকে এবং রবিবার তাকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান অপর আসামী জিয়াউলকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

You may have missed