যশোরের দৈনিক গ্রামের কাগজ সাংবাদিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক সম্পাদক মবিনুল ইসলামের উপস্হিতিতে সফল যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক প্রিয় সম্পাদক মবিনুল ইসলাম মবিনের উপস্থিতিতে ফোরামের একটি সফল যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোর মধ্যে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত সমূহ উল্লেখ করা হয়েছে –
(১)আগামী ২১ জুন শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
(২) আগামী ২৪ মে শনিবার নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।
(৩)গ্রামের কাগজের সকল প্রতিনিধিকে আগামী ২৩ মে শুক্রবারের মধ্যে কোষাধ্যক্ষ রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ করে বার্ষিক সদস্য চাঁদা ৫০০ টাকা পরিশোধ করে নাম ভোটার তালিকাভুক্ত করতে হবে।
আর যারা স্বেচ্ছাঅনুদান দিতে চান তারাও  কোষাধক্ষের  সাথে যোগাযোগ করে দিবেন।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে :
(১)জনাব মবিনুল ইসলাম মবিন, চেয়ারম্যান
(২)জনাব তৌহিদুর রহমান, সদস্য সচিব ও
(৩)জনাব এম আইউব, সদস্য।
অনেকেই প্রশ্ন করেন এই কমিটির কাজ কি? এই কমিটির কাজ হল ঐক্যবদ্ধভাবে গ্রামের কাগজকে এগিয়ে নেওয়া। এই ঐক্য তৈরি করে গ্রামের কাগজকে এগিয়ে নেয়ার জন্য এই গ্রুপটি তৈরি হয়েছে।