মেহেরপুরে কিশোর গ্যাংয়ের প্রধান আকাশসহ ৩ জন আটক: অস্ত্র-মাদকসহ ধরা পড়ায় জনমনে আতঙ্ক।

সংবাদদাতা:
এস এম রেদোয়ান, বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা অফিস:
মেহেরপুরে কিশোর গ্যাংয়ের প্রধান আকাশসহ তিনজনকে যৌথবাহিনী আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, নকল পিস্তল, ওয়াকিটকি সেট, মাদকদ্রব্যসহ নানা সরঞ্জাম। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন স্থানে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে। সদর থানার ওসি মেজবাহ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন—
আকাশ ওরফে শাকিল (২৬), মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়পাড়ার আব্দুর রশিদের ছেলে,
সজিব (২৭), বোসপাড়ার জসীম উদ্দীনের ছেলে,
এবং রায়হান (৩৬), হালদারপাড়ার হামিদুর শেখের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রকাশ পায় যে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। বিশেষ করে আকাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবুও সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গ্যাং চালিয়ে যাচ্ছিল।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি নকল পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জাম।
স্থানীয়দের অভিযোগ—যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এ ধরনের গ্যাং কালচার। তারা মাদক ও অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ এই চক্রের ভয়ে ভীত ছিল। এবার তাদের গ্রেপ্তারে স্বস্তি মিললেও অনেকে বলছেন, কেবল কয়েকজনকে আটক করলেই হবে না—গ্যাংয়ের শেকড় উপড়ে ফেলা জরুরি।
আটকদের ও জব্দকৃত মালামাল র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।