মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বাবাকে হ’ত্যা মামলার আসামী গ্রেপ্তার

জুয়েল আহমেদ বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা কে হত্যা’ শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ তাসিন হোসেনকে (২৫) গাইবান্ধা সদর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
২০ মে ২০২৫ বিকাল ৫টায় গাইবান্ধা জেলার সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের বেসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাসিন হোসেন মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী এলাকার বাসিন্দা। গত (১৭ এপ্রিল ২০২৫) বোয়ালিয়া মডেল থানাধীন তালাইমারী শহীদ মিনার সাকিনস্থ পাঁকা রাস্তায় পূর্ব শত্রুতার জেরে নিহত ভিকটিম মোঃ আকরাম হোসেন (৫২) ও তার ছেলের ওপর একদল ব্যক্তি হামলা চালায়। নিহত আকরাম একজন ট্রাক ড্রাইভার ছিলেন। হামলায় গুরুতর আহত হয়ে আকরাম হোসেন গত (১৬ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।হত্যাকাণ্ডের পর নিহত আকরামের ছেলে মামলা করেন এবং র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামীদের গ্রেফতারের জন্য তৎপর হয়। র্যাব-৫ ইতিমধ্যে এজাহারনামীয় ১, ২, ৩ ও ৬ নম্বর আসামীদের গ্রেফতার করেছে। চলমান তদন্তে ২০ মে তাসিনকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও র্যাব বলেছে, পলাতক বাকি আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।