মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের অপরাধে পিতা গ্রেপ্তার

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশের বিভিন্ন স্থানে দিন ধর্ষণের মাত্রা বেড়েই চলেছে। কিছুইতেই লাগাম টেনে ধরে রাখা যাচ্ছেনা। ফলে, চিন্তিত হয়ে পড়েছে মেয়ের অভিভাবকগণ। ইদানিং পিতা কর্তৃক নিজ মেয়েকে ধর্ষণের খবর মিডিয়ায় প্রকাশ হওয়ায় আশ্চর্য ও লজ্জিত হয়ে পড়েছে অনেকেই। জানা যায়, আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মূলচর এলাকায় নিজের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে ধর্ষক পিতা মুনসুরকে টঙ্গীবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করে।
টঙ্গীবাড়ি থানা পুলিশ জানায়, ঘটনাটি জানার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।