মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যৌথ বৈঠক অনুষ্ঠিত।

IMG-20250419-WA0025

আজ ১৯ এপ্রিল শনিবার বিকাল ৩টায় জেলা শাখার সহ- সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন বেপারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী গাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখায় যৌথ মিটিং সিপাহিপাড়াস্থ মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জরুরী বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী। মিটিংয়ে সিনিয়র সহ সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, ‘২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সংস্কার, অতএব সংস্কারের আগে বাংলাদেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষ নির্বাচন চায়না। যারা জনতার ভাষা বোঝে না এবং জনতার কথা চিন্তা করে না; তারা নির্বাচন নির্বাচন করে লাফালাফি করছে। তিনি অন্যান্য রাজনৈতিক সংগঠনকে উদ্দেশ্য করে বলেন, দেশ ও জাতির স্বার্থে জনতার ভাষা বোঝার চেষ্টা করুন।’

যৌথ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বেপারী বলেন, “আমাদের সকল সহযোগী সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এক সহযোগী সংগঠন আরেক সহযোগী সংগঠনের কাজের সহায়ক হবে। মুন্সীগঞ্জের প্রত্যেকটি নাগরিকের কাছে ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত যার যার স্থান থেকে সকলেই ঐক্যবদ্ধ ভাবে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক সহযোগী সংগঠনকে একটি দেহের এ তুলনা করে তিনি বলেন, ” এক সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের যেকোনো কাজে অন্যান্য সকল সহযোগী সংগঠন এগিয়ে আসতে হবে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার সহ-সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন হালাদার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ , অর্থ ও প্রকাশনা সম্পাদক ডাক্তার ওবায়দুল্লাহ সরদার , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মুসা ঢালী,সহ-সাংগঠনিক সম্পাদক, আলী আজগর খান রিপন, সহ-দপ্তর সম্পাদক, বাহাদুর শাহ তানভীর, মোহাম্মদ বুলবুল দেওয়ান প্রমূখ।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান বিক্রমপুরী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সরদার,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সরকার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জান্নাতুল, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, মুন্সীগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক ও মাওলানা মোঃ আব্দুল হান্নান কারিমী।