মুন্সীগঞ্জের লৌহজংয়ে বালুখোররা দিন দিন টাকার পাহাড় গড়ছে

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:- মুন্সীগঞ্জের লৌহজংয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে বালুখোররা। দিন দিন বদলে ফেলছে লৌহজংয়ের মানচিত্র। পদ্মা নদী থেকে ড্রেজারসহ বালুখোররা মাঝে মাঝে ধরা পড়লেও বাকীরা থাকে ধরা ছোঁয়ায় বাইরে। যার ফলে মাসের পর মাস এভাবেই সুযোগ বুঝে টাকার বিনিময়ে রাস্তার নীচ দিয়ে পাইপের মাধ্যমে বালু পাচার করে ফসলি জমি ভরাটের উৎসবে মেতে টাকার পাহাড় গড়ছে। এতে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। কেউবা নীচু জমিতে পাইপের মাধ্যমে বালু স্টক করে চতুর্দিকে বেড়া দিয়ে বছরের পর বছর বালুর ব্যবসা অনবরত চালিয়ে যাচ্ছে। ফসলি জমিতে মাটি কেটে বিশাল গর্ত করে রেখেছে। সবুজ সংকেত পেলেই ফের লৌহজংয়ের মানচিত্রে শকুনের মতোই থাবা মারবে। অনেকেই ফের নদী ভাঙ্গনের শিকার হবে। জমি ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে কেদেঁ কেদেঁ যাযাবরের মতোই মৃত্যু অবধি বেঁচে থাকবে। উল্লেখ যে, বিগত সরকারের আমলে লৌহজং উপজেলা ভূমি অফিসের দক্ষিণ পার্শ্বে জেগে ওঠা বিশাল চরটি প্রভাবশালী নেতারা বালু উত্তোলন করায় পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফসলি জমি ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে হাজারো মানুষ কেঁদে কেঁদে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের কঠোর ভূমিকা রাখা প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।